একটি ভালো মানের ইয়ারফোনে সাধারণত punchy bass সিস্টেম থাকে। punchy bass হলো শব্দের বিট দ্রুত এবং চমৎকারভাবে প্রদানে সক্ষম।
কানে ইয়ারফোন লাগানোর জায়গাটা আমাদের সবার একই রকম নয়। এসব বিবেচনায় চমৎকার লুকের Edifier ব্র্যান্ডের এই মডেল প্যাকে রয়েছে আলাদা সাইজের তিন জোড়া এয়ার-ক্যাপ।
গ্রাহকবান্ধব এই ইয়ারফোনে আছে Edifier অ্যাপ। যার ফলে আপনি খুব সহজে ইয়ারফোনটি আপনার ব্যক্তিগত ডিভাইসের সাথে সংযুক্ত করতে পারবেন।
ইয়ারফোনটি CVC(clear voice capture) 8.0 Noise Cancellation প্রযুক্তিসম্পন্ন। CVC প্রযুক্তি হলো, শব্দের ইকো বা ভাইব্রেশন থেকে সুরক্ষা দেয়। এছাড়া বাইরের নয়েজ আসতে দেয় না, এমনকি ফ্যানের বাতাস ইত্যাদি। যা শব্দের ৩০ ডেসিবল পর্যন্ত ফিল্টার করতে সক্ষম। এটি ক্রিস্টাল ক্লিয়ার মানে একেবারেই স্বচ্ছ শব্দ প্রদান করে।
এরনা সঠিক দামের নিশ্চয়তা দেয়। তাই মোবাইল, স্পিকার ইত্যাদি নিশ্চিন্তে কিনতে পারেন।
স্মার্ট ডিসপ্লে স্ক্রিন : দ্রুত ও সহজেই অবশিষ্ট চার্জি সম্পর্কে জানা যায়। এমনকি ব্লুটুথ সংযুক্ত হয়েছে কিনা, সেটি চার্জিং কেসের ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে দেখা যায়।
লং প্লেব্যাক টাইম : ৩২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম হওয়ায় ভ্রমণ হবে স্বাচ্ছন্দ্য আর আনন্দময়। এজন্য এই মডেলের ইয়ারফোনটি গ্রাহকের বেশ পছন্দের।
স্বাতন্ত্র্য ডিজাইন : চমৎকার লুকস, হালকা ওজন এবং চার্জিং কেসসহ আপনি আনন্দে অভিভূত হবেন।
পানি ও ধুলা প্রতিরোধী : ইয়ারফোনটি ধুলা ও পানি প্রতিরোধী হওয়ায়, ব্যায়াম বা বাইরে ব্যবহার করা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
অডিও ডিকোডিং : Qualcomm aptX™ অডিও ডিকোডিংয়ের মাধ্যমে এডিফায়ার ইয়ারফোনটি ১৬ ও ২৪ বিট অডিও সরবরাহ করে থাকে। সর্বোপরি ফ্রিকোয়েন্সি ৪৮ কিলোহার্টজ। aptX হলো ফোনের মতো উৎস ডিভাইস থেকে ওয়্যারলেস স্পিকারের মতো রিসিভিং ডিভাইসে যাওয়ার সময় অডিওকে কম্প্রেস করে, তারপর ডিকম্প্রেস করে এবং গুণগতমানের কোনো ক্ষতি না করে এটি ব্লুটুথের মাধ্যমে প্রেরণ করে।
বর্ণিত ব্লু কালারের Edifier Uni Buds True Wireless ইয়ারফোনটি এরনা’র সব ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে।
ইয়ারফোনটির দাম…….।
এছাড়া এরনা’র সকল ব্রাঞ্চে স্পিকার, মোবাইল, বিবিধ কেবলসহ সব ধরনের আইসিটি প্রোডাক্ট সুলভ মূল্যে পেতে পারেন। এরনা’র সাথেই থাকুন।